দখলদার ইসরাইলে বিশেষ বাহিনী পাঠাল কানাডা
https://parstoday.ir/bn/news/west_asia-i130058-দখলদার_ইসরাইলে_বিশেষ_বাহিনী_পাঠাল_কানাডা
যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরাইলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরাইলে অবস্থান করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২৩ ১৮:২৬ Asia/Dhaka
  • কানাডার সেনাদল
    কানাডার সেনাদল

যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরাইলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরাইলে অবস্থান করছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার এক বিবৃতিতে বলেছে, কানাডার বিশেষ ফোর্সের ৩০০ সদস্য এই অঞ্চলে অবস্থান করছে। 

গাজায় হামলা চালিয়ে যখন গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল তখনি সেখানে কানাডার সেনাবাহিনী মোতায়েনের খবর এলো।

এর আগে মার্কিন সশস্ত্র বাহিনীর 'ডেলটা ফোর্স' সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে বুঝিয়েছে তারা ইসরাইলে অবস্থান করছে। পরে অবশ্য তারা ইনস্টাগ্রাম থেকে এ সংক্রান্ত ছবি মুছে ফেলেছে এবং ইসরাইলে নিজেদের উপস্থিতির খবর অস্বীকার করেছে।

দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন নির্বিচারে অসংখ্য মানুষ হত্যা অব্যাহত রাখলেও তেল আবিবের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। পাশ্চাত্য যদি প্রকৃতপক্ষেই মানবাধিকারের কোনো ধার ধারে না তা গাজা পরিস্থিতি থেকে সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।