ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মানামা
https://parstoday.ir/bn/news/west_asia-i130234-ইসরাইলের_সঙ্গে_অর্থনৈতিক_সম্পর্ক_স্থগিত_করেছে_মানামা
বাহরাইনের জাতীয় সংসদের নিম্নকক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর চলমান বর্বর আগ্রাসনের প্রতিবাদে প্রইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বাহারাইন সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৩, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মানামা

বাহরাইনের জাতীয় সংসদের নিম্নকক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর চলমান বর্বর আগ্রাসনের প্রতিবাদে প্রইহুদিবাদী ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বাহারাইন সরকার।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বাহরাইনের সংসদ বলেছে, ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংসদ নিশ্চিত করেছে যে, বাহরাইনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত অধিকৃত ভূখণ্ডে ফিরে গেছেন। বাহরাইন সরকারও ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

বাহরাইন সংসদের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভাই-বোনদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বাহরাইনের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আব্দুন-নাবী সালমান বিষয়টি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তা নিরবে সহ্য করা যায় না।

বাহরাইনের জাতীয় যোগাযোগ কেন্দ্র বলেছে, এ মুহূর্তে অবরুদ্ধ ফিলিস্তিনের জনগণের জীবন রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

২০২০ সালে ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে বাহরাইন। কিন্তু দেশটির বিরোধী দল আল-ওয়েফাক জোট তা মেনে নেয়নি। সম্পর্ক প্রতিষ্ঠার দুই বছরের মাথায় এসে তাতে জটিলতা তৈরি হলো।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।