ইহুদিবাদী বসতি:
লেবানন সীমান্তবর্তী শহর ছেড়ে ইহুদিবাদীদের পলায়নের হিড়িক
লেবানন সীমান্তবর্তী শহর ও ইহুদিবাদী বসতির বাসিন্দারা নজিরবিহীনভাবে দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী গণমাধ্যম ওই খবর দিয়েছে।
ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, আল-জালিল-আল-আলা অঞ্চল থেকে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতর পর্যন্ত সমস্ত শহর ও উপ-শহর প্রতিরোধ বাহিনীর হামলার আশঙ্কায় খালি হয়ে গেছে। এখন পর্যন্ত এত বিশাল পরিমাণের মাইগ্রেশনের কোনো ইতিহাস নেই বলে আল-মায়াদিন জানিয়েছে।
মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরাইলি অবস্থানে লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলার শুরু থেকেই লেবানন সীমান্তের দখলদার বাসিন্দারা বাসা-বাড়ি ছেড়ে পালাতে শুরু করে দিয়েছিল। কিন্তু আল-জালিল এলাকার সব শহর খালি করে এভাবে পলায়নের ঘটনা নজিরবিহীন। গাজায় ইসরাইলি বর্বর হামলার জবাবে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে এ পর্যন্ত ২৮ হাজারের মতো ইহুদিবাদী বসতি ছেড়ে পালিয়েছে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।