নভেম্বর ১২, ২০২৩ ০৯:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংকের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের উল্লাস (ফাইল ফটো)
    ইসরাইলি ট্যাংকের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের উল্লাস (ফাইল ফটো)

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা গতকাল (শনিবার) এক বাণীবদ্ধ বার্তায় বলেছেন, এখন পর্যন্ত তাদের হামলায় ট্যাংক ও সাঁজোয়া যানসহ ইসরাইলের ১৬০টি যান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে।

বিগত দুই দিনেই কেবল ইসরাইলের ৪৮টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানান আবু ওবায়দা। দখলদার সেনারা গাজায় এক ঘণ্টার জন্যও বিশ্রাম নিতে পারছে না বলে জানান হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, অচিরেই গাজা উপত্যকায় ঢুকে পড়ার জন্য ইহুদিবাদী বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।

আবু ওবায়দা

ইসরাইলের বিরুদ্ধে হামাসের সামরিক শক্তির বয়ান দিয়ে এরইমধ্যে ফিলিস্তিনসহ গোটা আরব বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন আবু ওবায়দা। জর্দান ও মিশরসহ বিভিন্ন আরব দেশের অলিগলিতে সাধারণ জনগণের উদ্যোগে লাউড স্পিকারে আবু ওবায়দার বক্তব্য প্রচার করা হয় বলে সংবাদদাতারা জানিয়েছেন।

তিনি শনিবার আরো বলেন, “আমাদের প্রতিরোধ যোদ্ধারা ভূগর্ভ থেকে, ভূপৃষ্ঠ থেকে এবং ঘরবাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে বেরিয়ে এসে ইসরাইলি ট্যাংক ও সামরিক যানগুলো ধ্বংস করে দিচ্ছেন।” তিনি বলেন, দখলদার সেনাদের ট্যাংকগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পিছু হটে যেতে বাধ্য হচ্ছে।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, গাজার নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে এখন পর্যন্ত ইসরাইলের একমাত্র সাফল্য যা বিশ্ববাসীর চোখের সামনে করা হচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ জনগণের এই বিশাল আত্মত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদেরই হবে বলে বার্তার শেষাংশে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

ট্যাগ