ইয়েমেনি তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
‘লোহিত সাগরে ইসরাইলের সমস্ত জাহাজ বৈধ টার্গেট’
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আল-শামি বলেছেন, লোহিত সাগর দিয়ে ইসরাইলের যত জাহাজ চলাচল করবে তার প্রত্যেকটি ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য বৈধ টার্গেট বলে গণ্য হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে ইয়েমেন যখন ইসরাইলের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে তখন সানা সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
গতকাল (রোববার) লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে যেইফুল্লাহ বলেন, তার দেশ পুরো আরব এবং মুসলিম বিশ্বের এক কৌশলগত শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। ফলে লোহিত সাগরে ইসরাইলের সমস্ত জাহাজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ টার্গেট বলে বিবেচিত হবে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী আরো বলেন, “আমরা এমন এক অপরাধী শত্রুকে মোকাবেলা করছি যার গণহত্যা দেখলে কারোর পক্ষে চুপ থাকা সম্ভব হবে না। এজন্য আমরা এই শত্রুর মালিকানাধীন সবকিছুকে টার্গেট করব।” যেইফুল্লাহ আল-শামি জোর দিয়ে বলেন, লোহিত সাগর দিয়ে ইসরাইলের যত জাহাজ চলাচল করে তার সব তথ্য সানার কাছে থাকে।
গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটকের কথা জানিয়েছে। এরপর ইয়েমেনের তথ্যমন্ত্রী এসব কথা বললেন। ইয়েমেনের গণমাধ্যমগুলো ওই জাহাজের মালিক ইসরাইল বলে জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।