ইসরাইলি জাহাজ আটকের ফুটেজ ও ছবি প্রকাশ করল ইয়েমেনের সামরিক বাহিনী
লোহিত সাগর থেকে ইসরাইলি জাহাজ আটক অভিযানের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। 'গ্যালাক্সি লিডার' নামে ভ্রমণকারী জাহাজটি আটক করার একদিন পর গতকাল (সোমবার) ইয়েমেনি বাহিনী ফুটেজ ও ছবি প্রকাশ করেছে।
৩ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি সামরিক হেলিকপ্টার জাহাজটির ডেকের উপর অবতরণ করছে। এ সময় হেলিকপ্টার থেকে একদল ছত্রীসেনা জাহাজটিতে নামেন। একইসময় চারদিক থেকে ইয়েমেনের নৌবাহিনীর ছোট ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারী যোদ্ধারা হেলিকপ্টার থেকে নেমে আসে জাহাজের নিয়ন্ত্রণ নেয়।

এতে আরও দেখানো হয়েছে যে, বাহিনী জাহাজের ডেকে ইয়েমেনি এবং ফিলিস্তিনি পতাকা তুলেছে এবং এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর এটিকে ইয়েমেনি উপকূলের দিকে পুনঃনির্দেশিত করছে।

ভিডিওতে আরও দেখা যায়, প্রথমেই জাহাজের ক্যাপ্টেনসহ ৫২ ক্রুকে আটক করা হয়। পরে তারাই জাহাজটি চালাতে শুরু করে। জাহাজ নিয়ে তারা ইয়েমেনের একটি বন্দরে পৌঁছোয়।

এর আগে. ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যেকোনো ইসরাইলি জাহাজকে টার্গেট করা হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।