‘গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব’
https://parstoday.ir/bn/news/west_asia-i131190-গাজায়_ফিলিস্তিনি_জনগণের_জন্য_ত্রাণ_পাঠানো_রাশিয়ার_পবিত্র_দায়িত্ব’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৩, ২০২৩ ১৮:২৩ Asia/Dhaka
  • ‘গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।

ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন গতকাল (বুধবার) একথা বলেন।

তিনি বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক, মহৎ মিশন। চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে হবে।” তিনি বলেন, গাজার বেসামরিক লোকজনের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানোর বিষয়ে মস্কোর নৈতিক দায়িত্ব রয়েছে।

এর একদিন আগে ব্রিকস নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনি শিশুদের অ্যানেসথেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে- এমন ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছেন। 

ব্রিকস অনলাইন শীর্ষ সম্মেলনে পুতিন আরো বলেন, গাজার হাজারো মানুষের মৃত্যু, বেসামরিক জনগণের ব্যাপকভাবে উদ্বাস্তু হওয়া এবং সেখানে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তা গভীর উদ্বেগের কারণ। পুতিন বলেন, "যখন আপনি দেখবেন অ্যানেসথেশিয়া ছাড়া কোনো শিশুর অপারেশন করা হচ্ছে তখন তা অবশ্যই বিশেষ অনুভূতি জাগাবে।”

চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও ইসরাইলকে নিয়মিতভাবে গাজার হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক সংস্থাটি আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মৃত্যু নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।