গাজায় অনুপ্রবেশকারী ৩৩৫ ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i131204-গাজায়_অনুপ্রবেশকারী_৩৩৫_ইসরাইলি_সামরিক_যান_ধ্বংস_করেছি_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে ‘মারাত্মকভাবে হতাশ’ করেছে। এটি আরো বলেছে, গাজায় ইসরাইলিরা ‘দ্রুততম সময়ের মধ্যে বিজয়’ অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেয়া হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৪, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • গাজায় অনুপ্রবেশকারী ৩৩৫ ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে ‘মারাত্মকভাবে হতাশ’ করেছে। এটি আরো বলেছে, গাজায় ইসরাইলিরা ‘দ্রুততম সময়ের মধ্যে বিজয়’ অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেয়া হয়েছে। 

হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এ পর্যন্ত গাজায় অনুপ্রবেশকারী ৩৩৫টি ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি। আমাদের যোদ্ধারা এখনও যার যার অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছে।”

ইসরাইল তার নিহত সেনার সংখ্যা গোপন করছে

আবু উবায়দা বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত ইসরাইলি সেনাদের সংখ্যা গোপন করছে তেল আবিব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও ইহুদিবাদী সেনাদের প্রাণহানি সেভাবে শুরুই হয়নি। আগ্রাসন অব্যাহত রাখলে ইসরাইলি সেনারা বেশুমার মারা পড়বে বলে তিনি উল্লেখ করেন।

অডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলি সেনারা তাদের সেনাদের লাশ সব সময় তুলে নেয়ারও সুযোগ পায় না এবং যেসব ক্ষেত্রে লাশ নিতে পারে না সেসব ক্ষেত্রে বিমান থেকে বোমাবর্ষণ করে ওইসব সেনার লাশ কিংবা ক্ষতিগ্রস্ত সামরিক যান ধ্বংস করে ফেলে।

হামাসের এই মুখপাত্র বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, কম্পমান যে ইসরাইলি নেতৃত্ব আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের নিজেদের সেনাদেরকেও এই গণহত্যার কেন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিয়েছে। এ পর্যন্ত যুদ্ধে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, যেসব সেনাকে ইহুদিবাদী শত্রুরা ফ্রন্টে পাঠিয়েছে তারা আসলে যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং এ যুদ্ধের পরিণতিও তাদের জানা নেই।”

আবু উবায়দা বলেন, ইসরাইল যুদ্ধ দীর্ঘায়িত করার যে কথা বলছে সেটি গণহত্যা, বর্বরতা, সম্মিলিত শাস্তি ও জাতিগত শুদ্ধি অভিযান ছাড়া আর কিছু নয় যা যুদ্ধের কোনো টেকসই সামরিক উদ্দেশ্য হতে পারে না। তেব আমরা আল্লাহর ইচ্ছায় যতদিন প্রয়োজন আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। #

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।