গাজা যুদ্ধবিরতি আরও একদিন বাড়তে পারে: হামাস মুখপাত্র
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র উসামা হামাদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১০ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আজই শেষ হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বিভিন্ন মহলের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা চলছে। তবে হামাস ও দখলদার ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
লেবাননে হামাসের মুখপাত্র উসমা হামাদান বলেন, দৈনিক কয়জন বন্দীকে মুক্তি দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। বন্দীর সংখ্যা নির্ধারণের পর যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত হবে।
চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের পক্ষ থেকে চার দিনে ৫০ জন ইসরাইলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। এর বিনিময়ে ইসরাইল মুক্তি দিচ্ছে ১৫০ ফিলিস্তিনি বন্দীকে। একজন ইসরাইলি বন্দীর মোকাবেলায় তিন জন করে ফিলিস্তিনি বন্দী মুক্তি পাচ্ছে।
নতুন যুদ্ধবিরতি চুক্তিতে এই অনুপাতটা কেমন হবে তা এখনও স্পষ্ট নয়।
গাজা উপত্যকা শাসনকারী হামাসকে ধ্বংস করে তাদের হাতে আটক বন্দিদের মুক্ত করার ঘোষণা দিয়ে সেখানে ৭ অক্টোবর থেকে আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল। কিন্তু ৪৮ দিনের বিমান হামলা ও ২৮ দিনের স্থল অভিযান শেষেও লক্ষ্য অর্জনে কোনো কূলকিনারা করতে না পেরে বন্দিদের মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় ইসরাইল।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।