যৌথ মহড়া চালাল ইরান ও ওমান নৌ বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i131540
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ওমান নৌ বাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০১, ২০২৩ ২০:০৫ Asia/Dhaka
  • মহড়ায় অংশ নেয়া জাহাজ
    মহড়ায় অংশ নেয়া জাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ওমান নৌ বাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।

এই মহড়ায় ইরানের নৌ বাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা এবং ওমানের রাজকীয় নৌ বাহিনী অংশ নেয়। সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। 

মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।

ইরানি এবং ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে। সমন্বয়ের সঙ্গে তা সম্পন্ন করতে পেরেছে তারা।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্যান্য দেশের সাথেও এ ধরণের মহড়া চালিয়েছে ইরান।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।