ডিসেম্বর ০৪, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • তাহের আল-নুনু
    তাহের আল-নুনু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল-নুনু বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার অঙ্গীকারের মধ্যদিয়ে নিজেদের রাজনৈতিক ও সামরিক সংকটের কথা প্রকাশ করে দিয়েছে। ইসরাইলের এই বক্তব্যে হামাস নেতারা বিস্মিত হয়েছেন।

গতরাতে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের এই হুমকিতে হামাস নেতারা মোটেই ভীত নন।

তিনি আরো বলেন, হামাস নেতাদের হত্যার এই হুমকি নিশ্চিতভাবে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক সংকট মোকাবেলার কথা তুলে ধরছে। গাজায় গণহত্যা চালাতে গিয়ে ইসরাইল এই সংকটের মুখে পড়েছে।

তিনি বলেন, হামাসের বীরত্বপূর্ণ দৃঢ়তা ও শক্ত পদক্ষেপের কারণে ইসরাইল এই সংকটে পড়েছে। তাহের নুনু বলেন, বিশ্বব্যাপী হামাস নেতাদের হত্যার এই হুমকি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ