ইসরাইলি বর্বরতা থামছে না; আরও ২৯৭ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i131976-ইসরাইলি_বর্বরতা_থামছে_না_আরও_২৯৭_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৯৭ জন শহীদ হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলের চলমান পাশবিক হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৩ ২১:২১ Asia/Dhaka
  • ইসরাইলি বর্বরতা থামছে না; আরও ২৯৭ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৯৭ জন শহীদ হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলের চলমান পাশবিক হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়ালো। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে আল জাজিরা টিভি চ্যানেলকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

 আজ ছিল গাজায় চলমান বর্বর হামলার ৬৬তম দিন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করা হচ্ছে।

গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সেখানে গত ৬৬ দিনে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

একই সঙ্গে ইসরাইল দক্ষিণ লেবাননেও হামলা চালাচ্ছে ইসরাইল। অবশ্য সর্বত্রই ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।