বোমাবর্ষণ থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i132060
অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর বোমা হামলা বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক জনগণ এবং বসতবাড়ি, ব্যবসাকেন্দ্র, স্কুল-কলেজ, ও মসজিদ-গির্জায় ইসরাইলের হামলার ব্যাপারে এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৯:১৭ Asia/Dhaka
  • বোমাবর্ষণ থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর বোমা হামলা বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক জনগণ এবং বসতবাড়ি, ব্যবসাকেন্দ্র, স্কুল-কলেজ, ও মসজিদ-গির্জায় ইসরাইলের হামলার ব্যাপারে এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে একটি প্রস্তাব পাস করা হয়। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল এক নির্বাচনী সমাবেশে বলেছেন, গাজার বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরাইল বিশ্ব জনমত হারাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য দেয়ার পর অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড যৌথ বিবৃতি প্রকাশ করে। এই তিন দেশই গতকাল গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে বক্তব্য দিয়েছেন তা এ যাবৎকালীন তার পক্ষ থেকে ইসরাইল-বিরোধী সবচেয়ে কড়া সমালোচনা। তিনি ইসরাইলের সরকারে পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্ত্রিসভা থেকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন জাভিরকে সরিয়ে দেয়ার কথা বলেছেন।

চলমান যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইসরাইলের পক্ষে সমর্থন দিলেও তারা বারবার ইসরাইলকে বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে সতর্ক করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।