ইসরাইলের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i132440-ইসরাইলের_গ্যাসক্ষেত্রে_হামলা_চালিয়েছে_ইরাকের_প্রতিরোধকামী_যোদ্ধারা
ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। একটি সূত্র আল-জাজিরাকে গতকাল (শুক্রবার) জানিয়েছে, কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত দখলদার ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। সূত্রটি বলেছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৩:০৬ Asia/Dhaka
  • ইসরাইলের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা

ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। একটি সূত্র আল-জাজিরাকে গতকাল (শুক্রবার) জানিয়েছে, কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত দখলদার ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। সূত্রটি বলেছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। প্রতিরোধকামী সংগঠনটি অবশ্য বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরাইলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে ।

সংগঠনটি আরো বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

ইরাকের বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গতকাল সংগঠনটি জানিয়েছিল, তারা ইসরাইলের এইলাত শহরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২২