চারদিনে ৫০ ইসরাইলি সেনা নিহত, গাড়ি ধ্বংস ৩৫টি
(last modified Mon, 25 Dec 2023 07:38:49 GMT )
ডিসেম্বর ২৫, ২০২৩ ১৩:৩৮ Asia/Dhaka
  • চারদিনে ৫০ ইসরাইলি সেনা নিহত, গাড়ি ধ্বংস ৩৫টি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে ৫০ জন দখলদার সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি ট্যাংকসহ অন্তত ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আবু উবাইদা বলেন, “আমাদের মুজাহিদরা নিশ্চিতভাবে ইসরাইলের ৪৮ জন সেনাকে হত্যা করেছে এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন সেনা আহত হয়েছে। হামাসের ২৪টি সামরিক অভিযানে এ সমস্ত সেনা নিহত হয়।

আবু উবাইদা জানান, প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ইসরাইলের ইয়াহালোম স্পেশাল অপারেশনস ফোর্স। প্রতিরোধ যোদ্ধারা স্থলমাইন পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু ইসরাইলি সেনা হতাহত করেছে এবং বেশ কিছু সাময়িক যান ধ্বংস হয়।

আবু উবাইদা জানান, তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সেনা দপ্তর, কমান্ড সেন্টার এবং কনসেনট্রেশন পয়েন্টে মর্টার ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, গত কয়েকদিনে হামাস যোদ্ধারা তেল আবিবের বিভিন্ন স্থানে কয়েক দফা বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হামাস মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে কোনো কোনো সূত্র বলছে, ২৭ অক্টোবর গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাস যোদ্ধারা দখলদার সেনাদের ৭৪০টি ট্যাংক ও সামরিক যান ধ্বংস করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।