ইসরাইলি যুদ্ধমন্ত্রীর পরিকল্পনা প্রত্যাখ্যান করল ফিলিস্তিন সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i133014-ইসরাইলি_যুদ্ধমন্ত্রীর_পরিকল্পনা_প্রত্যাখ্যান_করল_ফিলিস্তিন_সরকার
গাজা যুদ্ধ-পরবর্তী সময়ে গাজার প্রশাসন কেমন হবে সে বিষয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন সরকার। এর মধ্যদিয়ে ফিলিস্তিন সরকার পরিষ্কার করে জানিয়ে দিল যে, তারা গাজা শাসনের ব্যাপারে ইসরাইলি পরিকল্পনার সঙ্গে একমত নয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৪ ১৩:৫৯ Asia/Dhaka
  • অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি সেনারা
    অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি সেনারা

গাজা যুদ্ধ-পরবর্তী সময়ে গাজার প্রশাসন কেমন হবে সে বিষয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন সরকার। এর মধ্যদিয়ে ফিলিস্তিন সরকার পরিষ্কার করে জানিয়ে দিল যে, তারা গাজা শাসনের ব্যাপারে ইসরাইলি পরিকল্পনার সঙ্গে একমত নয়।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, তারা ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায় যার রাজধানী হবে জেরুজালেম। ফিলিস্তিনের সরকারি বার্তা ওয়াফা এই বিবৃতি প্রকাশ করেছে। একই সাথে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর চলমান যুদ্ধ বন্ধের ওপরও গুরুত্ব আরোপ করেছে।

বৃহস্পতিবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধ-পরবর্তী গাজা শাসনের বিষয়ে কথিত “ডে আফটার প্ল্যান” প্রকাশ করেন যার শাসনভার থাকবে অজ্ঞাত ফিলিস্তিনি কমিটির হাতে। তবে ইসরাইলের হাতে থাকবে গাজার মূল নিয়ন্ত্রণ ভার।

গত সোমবার ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা এই পরিকল্পনা পাস করে। ইসরাইল গাজা যুদ্ধের বিষয়ে যে তিনটি ধাপ ঘোষণা করেছে তার তৃতীয় ধাপে এই পরিকল্পনা কার্যকর করা হবে। তবে গাজা শাসনকারী হামাস শুরু থেকেই বলে আসছে ইসরাইলের এটি নিতান্তই অলীক কল্পনা, কখনোই তাদের এই চিন্তা বাস্তবে রূপ লাভ করবে না। 

এদিকে, আমেরিকা ইসরাইলের এই পরিকল্পনার বিপরীতে অবস্থান নিয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। আমেরিকা চাইছে- ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা শাসন হোক; সেখানে ইসরাইলের প্রত্যাশা হচ্ছে গাজার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখা। অবশ্য গাজার প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি হামাস এই দুটি পরিকল্পনারই বিরোধী।

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬