‘গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i133112-গাজা_যুদ্ধে_ইসরাইলের_প্রতি_মার্কিন_সমর্থন_পুরো_অঞ্চলে_বিস্ফোরণ_ঘটাবে’
ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বাড়াবাড়ি রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৪ ২০:৪০ Asia/Dhaka
  • ইয়েমেনিদের হাতে ইসরাইলি জাহাজ আটকের দৃশ্য
    ইয়েমেনিদের হাতে ইসরাইলি জাহাজ আটকের দৃশ্য

ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বাড়াবাড়ি রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম গতকাল (রোববার) এই হুঁশিয়ার উচ্চারণ করেণ। তিনি বলেন, মার্কিন বাড়াবাড়ির কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলকে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে আসছে। সংঘাত শুরুর ২-৩ দিনের মধ্যে আমেরিকা ইসরাইলকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায়। এমনকি গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হলেও তাতে কয়েকবার ভেটো দেয়।

তিন মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত ২২ হাজার ৮৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, ইসরাইলি আগ্রাসনে আহত হয়েছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি যাদের অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

আমেরিকার এই নগ্ন সমর্থনের বিপরীতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার ও দেশটির সামরিক বাহিনী গাজার প্রতি জোরালো সমর্থন দিয়েছে। এর অংশ হিসেবে তারা বাব আল-মান্দেব প্রণালী এবং লোহিত সাগরে ইসরাইলের জাহাজ আটক করেছে এবং কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। এ নিয়ে ইয়েমেনের সঙ্গে আমেরিকার মারাত্মক রকমের টানাপড়েন সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।