ইরাকের ইরবিলে ড্রোন হামলায় ৩ ইসরাইলি গুপ্তচর নিহত: জেরুজালেম পোস্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i133410-ইরাকের_ইরবিলে_ড্রোন_হামলায়_৩_ইসরাইলি_গুপ্তচর_নিহত_জেরুজালেম_পোস্ট
ইরাকের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থার ঘাঁটিতে এক ড্রোন হামলায় তিন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৪ ১৮:১৪ Asia/Dhaka
  • ইরাকের ইরবিলে ড্রোন হামলায় ৩ ইসরাইলি গুপ্তচর নিহত: জেরুজালেম পোস্ট

ইরাকের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থার ঘাঁটিতে এক ড্রোন হামলায় তিন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

কয়েক দিন আগে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কিছু দিন আগে খিষ্ট্রীয় নববর্ষ উপলক্ষে ইরাকের ইরবিলে ইসরাইলের অঘোষিত সামরিক ঘাঁটিতে ইহুদিবাদী গুপ্তচর সংস্থা মোসাদের ৮২০০ নম্বর ইউনিটের সাত জন সদস্য একত্রিত হয়। এরপর সেখানে ড্রোন হামলা হয়। এতে ইসরাইলের তিন গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায়।

আল-মায়াদিন টিভি চ্যানেলের এই খবরের সত্যতাই স্বীকার করল ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট। 

ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে দীর্ঘ দিন ধরে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের তৎপরতা বেড়েছে। সেখান থেকে ইরানসহ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।#   

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।