দামেস্কে ইসরাইলি হামলায় ৫ ইরানি সামরিক উপদেষ্টা শহীদ
ইরানি উপদেষ্টা হত্যার তীব্র নিন্দায় হামাস ও ইসলামি জিহাদ
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি সামরিক উপদেষ্টাদের অবস্থানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ।
শনিবার এক বিবৃতি প্রকাশ করে হামাস বলেছে, দামেস্কের মাজ্জে এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়, এই হামলায় আরেকবার প্রমাণিত হয়েছে যে, ‘নাৎসিবাদী’ ইসরাইল সরকার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে রয়েছে।
ইসলামি জিহাদ আন্দোলন পৃথক এক বিবৃতিতে বলেছে, ইসরাইল সরকার গাজা উপত্যকায় নিজের ব্যর্থতা ধামাচাপা দিতে এবং বিশ্ব জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সিরিয়ায় আগ্রাসন চালিয়েছে।
ইসলামি জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ইসরাইল বিরোধী মনোভাব বন্ধ করা যাবে না। কিংবা ফিলিস্তিনিদের প্রতি সিরিয়া যে সমর্থন দিচ্ছে তাতেও পরিবর্তন আনা যাবে না।
হামাস ও ইসলামি জিহাদ উভয়ের বিবৃতিতে দামেস্কে নিহত পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার পরিবারবর্গ এবং ইরানি জাতির পতি সমবেদনা জানানো হয়।
শনিবার বিকেলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরো পাঁচ সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা মারা গেছেন।
রাজধানীর মেজ্জা এলাকার একটি তিন তলা বাড়িতে ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায়। মেজ্জা এলাকায় বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। আইআরজিসির বিবৃতিতে দামেস্কে নিহত সেনা উপদেষ্টাদের নাম জানানো হয়েছে। তারা হলেন হুজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আগাযাদে, হোসেইন মোহাম্মাদি, সাঈদ কারিমি এবং মোহাম্মাদ আমিন সামাদি।
গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা হলো।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।