সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল
সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইনাবিয়া এলাকার অদূরে একটি ভবনে ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সিরিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়। কোনো কোনো সূত্র বলছে, ইসরাইলের আজকের হামলায় অন্তত দুই জন শহীদ ও কয়েক জন আহত হয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল বহু বার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবরের আল আকসা তুফান অভিযানের পর থেকে গাজায় গণহত্যার পাশাপাশি সিরিয়াতেও হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী।
সিরিয়া সব সময় দখলদার ইসরাইলের বিরুদ্ধে ছিল, এ কারণে ইসরাইল সব সময় দেশটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আইএস সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার পেছনেও ইসরাইলের সরাসরি হাত রয়েছে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।