ইসরাইলি বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i134052-ইসরাইলি_বন্দর_লক্ষ্য_করে_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_করল_ইয়েমেন
ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী। সানা বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলি পাশবিক হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরাইল-বিরোধী অভিযান চলবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইসরাইলি বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়েমেন

ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী। সানা বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলি পাশবিক হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরাইল-বিরোধী অভিযান চলবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল (শুক্রবার) ইসরাইলের এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক বিবৃতিতে হুথি আন্দোলন বলেছে, তারা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দরটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ওদিকে ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে, এইলাত বন্দরে পৌঁছার আগে তারা একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের আকাশে বিধ্বস্ত করেছে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। সাগরে ইসরাইলি স্বার্থে আঘাত হানার পাশাপাশি ইসরাইলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালাচ্ছে ইয়েমেন। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।