আলেপ্পোয় বিশাল সামরিক অভিযান: ১০০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i13414-আলেপ্পোয়_বিশাল_সামরিক_অভিযান_১০০_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের উপকণ্ঠে সামরিক বাহিনীর বিশাল অভিযানে একশ’র বেশি উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০১, ২০১৬ ০১:৪৩ Asia/Dhaka
  • জয়শুল ফাতাহ\\\'র সন্ত্রাসীদের যুদ্ধ-প্রস্তুতি (ফাইল ফটো)
    জয়শুল ফাতাহ\\\'র সন্ত্রাসীদের যুদ্ধ-প্রস্তুতি (ফাইল ফটো)

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের উপকণ্ঠে সামরিক বাহিনীর বিশাল অভিযানে একশ’র বেশি উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে।

লেবাননের আল-আহাদ ওয়েবসাইট বৃহস্পতিবার বলেছে, সন্ত্রাসীদের বিক্ষিপ্ত হামলা মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার সামরিক বাহিনী এ অভিযান চালায়। এতে সন্ত্রাসীরা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

ওয়েবসাইটের খবরে বলা হয়েছে- বেশিরভাগ সন্ত্রাসী নিহত হয়েছে কথিত জয়শুল ফাতাহ থেকে। এ গোষ্ঠী আলেপ্পোর দক্ষিণে আল-মালেহ ফার্ম এলাকায় তৎপর ছিল। জয়শুল ফাতাহর পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবারের সংঘর্ষে জড়িত হয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা।

সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষের সময় সন্ত্রাসীদের অবস্থানে সিরিয়ার জঙ্গিবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এতে সন্ত্রাসীদের বহু গাড়ি ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে সিরিয়ার সামরিক বাহিনী মালেহ এলাকা দখলের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। এতে সমর্থন দিচ্ছে সিরিয়া ও রুশ যুদ্ধবিমানগুলো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০