গাজা ইস্যুতে ইরানের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করলেন কাতারের আমির
(last modified Tue, 13 Feb 2024 13:08:26 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও কাতারের আমির (ডানে)
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও কাতারের আমির (ডানে)

ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন এবং গাজা সংকটের রাজনৈতিক সমাধানে তেহরানের প্রচেষ্টার প্রশংসা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

রাজধানী দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, গাজায় হামলা বন্ধের প্রচেষ্টা, গাজায় ত্রাণ পৌঁছানো এবং ফিলিস্তিনিদের মাধ্যমেই ফিলিস্তিন পরিচালনার বিষয়ে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কাতারের আমির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও জোর দেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা ইস্যুতে ইরানের নানা প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান ও কাতারের সহযোগিতা গঠনমূলক ও প্রভাবশালী। ইরানের বিশেষ ইস্যুতে কাতারের মধ্যস্থতারও প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গেও বৈঠক করেছেন। গত কয়েক দিন ধরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ সফর করছেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। গতকাল তিনি সিরিয়া থেকে কাতার সফরে গেছেন।#  

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।