'পবিত্র কুরআনের নির্দেশে গাজায় জালিমের বিরুদ্ধে যুদ্ধ করছে প্রতিরোধ সংগ্রামীরা'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আজ যারা গাজা তথা ফিলিস্তিনে লড়াই করছে, তারা কুরআনের নির্দেশ বাস্তবায়ন করছে। গাজায় তারা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম।
সম্প্রতি কুরআনের হাফেজ, ক্বারী ও বিশেষজ্ঞদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, মুসলিম বিশ্বের অনেকেই কুরআনের সাথে ঘনিষ্ঠ নয়। এ এক তিক্ত বাস্তবতা। মুসলিম দেশগুলোর প্রধানেরা কি গাজার ব্যাপারে কুরআনের শিক্ষা পালন করছেন? কুরআনে বলা হয়েছে, মুমিনেরা যেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এই আয়াতের কি চর্চা হচ্ছে?
তিনি প্রশ্ন করেন, মুসলিম দেশগুলোর প্রধানেরা কেন প্রকাশ্যে ঘোষণা করছেন না যে, তারা ঘৃণ্য শয়তান ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এবং সাহায্য-সহযোগিতা বন্ধ করে দেবেন? পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াত কি মানা হচ্ছে? কাফেরদের প্রতি কঠোরতার বিষয়ে কুরআনের নির্দেশ কি বাস্তবায়ন করা হচ্ছে?
সর্বোচ্চ নেতা বলেন, নিশ্চিতভাবেই মুসলিম বিশ্ব এবং অমুসলিম স্বাধীনচেতা ব্যক্তিরা গাজার জন্য শোকাচ্ছন্ন। গাজার জনগণ এমন লোকদের মাধ্যমে জুলুমের শিকার হচ্ছে যাদের মধ্যে তিল পরিমাণ মানবতাও নেই!
তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন ও সহযোগিতা বন্ধ করা। একইসঙ্গে গাজা তথা ফিলিস্তিনের জনগণ এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সাহায্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কুরআন একটি হেদায়েতের গ্রন্থ। আমাদের প্রত্যেকেরই হেদায়েত প্রয়োজন। কুরআন একটি সতর্কীকরণ গ্রন্থও। এটি বিপদের ব্যাপারে মানুষকে সতর্ক করে। বিপদ তা ইহকালীনই হোক আর পরকালীনই হোক। পরকালীন জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তিনি আরও বলেন, কুরআন মানুষের দুঃখ-যাতনা উপশমেরও গ্রন্থ। কুরআন সব ধরণের দুঃখ-যাতনার উপশমকারী, সেগুলো আধ্যাত্মিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক অথবা যুদ্ধ, নিপীড়ন ও অন্যায়ের মতো বিষয়ও হতে পারে। #
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।