রেড-সি'কে সামরিকীকরণের পরিণতির দায় আমেরিকা এবং ব্রিটেনের: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i135352-রেড_সি'কে_সামরিকীকরণের_পরিণতির_দায়_আমেরিকা_এবং_ব্রিটেনের_ইয়েমেন
ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের আলোচক বোর্ডের প্রধান বলেছেন: আমেরিকা এবং ব্রিটেনকে লোহিত সাগরের সামরিকীকরণের পরিণতির দায় বহন করতে হবে। মোহাম্মদ আবদুল সালাম জোর দিয়ে বলেন: যেসব জাহাজ ইয়েমেনের সতর্কবার্তা মেনে চলবে না তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১৬:৫৭ Asia/Dhaka
  • রেড-সি'কে সামরিকীকরণের পরিণতির দায় আমেরিকা এবং ব্রিটেনের: ইয়েমেন

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের আলোচক বোর্ডের প্রধান বলেছেন: আমেরিকা এবং ব্রিটেনকে লোহিত সাগরের সামরিকীকরণের পরিণতির দায় বহন করতে হবে। মোহাম্মদ আবদুল সালাম জোর দিয়ে বলেন: যেসব জাহাজ ইয়েমেনের সতর্কবার্তা মেনে চলবে না তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে।

আবদুল সালাম আরও বলেন: বিশ্ববাসীকে আমেরিকার প্রতারণার ফাঁদে পা দেওয়া উচিত হবে না। আমেরিকার পূর্ণ সমর্থনেই গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক কয়েক সপ্তায় আমেরিকা এবং ব্রিটেন বেশ কয়েকবার ইয়েমেনি ভূখণ্ডে এবং লোহিত সাগরে মোতায়েন ইয়েমেনি বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

লোহিত সাগরে ইঙ্গো-মার্কিন বাহিনীর উত্তেজনা সৃষ্টি

ইহুদিবাদী ইসরাইলের ওপর আরোপিত নৌ-অবরোধ বন্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে ইয়েমেনের ওপর এসব হামলা চালানো হচ্ছে। ইয়েমেনি সেনাবাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ কিংবা ইসরাইল অভিমুখি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জাতির প্রতিরোধের সমর্থনে তারা ওই অভিযান চালায়।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।