প্রতিরোধকামীদের হামলায় ইসরাইলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i135486-প্রতিরোধকামীদের_হামলায়_ইসরাইলি_সেনাদের_বড়_ক্ষয়ক্ষতি
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গতকাল (সোমবার) পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলোর জোট আল-আকসা শহীদ বিগ্রেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের ওপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১১, ২০২৪ ১৯:৩৫ Asia/Dhaka
  • প্রতিরোধকামীদের হামলায় ইসরাইলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গতকাল (সোমবার) পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলোর জোট আল-আকসা শহীদ বিগ্রেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের ওপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে, লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে, আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। 

আল মায়াদিনের রিপোর্ট অনুসারে, হামাসের সামরিক শাখা আল কাসসাম-ব্রিগেড একদল ইহুদিবাদী সেনার একটি সমাবেশে হামলা চালিয়েছে। বেইত হানুন শহরে চালানো ওই হামলায় ইসরাইলের একটি কমান্ড সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ইসরাইলের একটি পদাতিক ইউনিটের ওপর তারা বড় রকমের হামলা চালায়। এই হামলায় ইহুদি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরাইলের স্বীকারোক্তি মতে- এ পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় ২৪৮ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে, তাদের হাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।