ইসরাইলের আরো একটি মারকাবা ট্যাংক উড়িয়ে দিয়েছে হামাস যোদ্ধারা
(last modified Sun, 31 Mar 2024 09:34:13 GMT )
মার্চ ৩১, ২০২৪ ১৫:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলের আরো একটি মারকাবা ট্যাংক উড়িয়ে দিয়েছে হামাস যোদ্ধারা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো একটি মারকাভা ট্যাংক উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। এ ঘটনায় ইসরাইলের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে।

গতকাল (শনিবার) কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্যাংকটিকে বোমার সাহায্যে উড়িয়ে দেয়া হয়। হামলার পরপরই হতাহত সেনাদের সরিয়ে নেয়ার জন্য ইহুদিবাদী সামরিক বাহিনী ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠায়। 

গাজায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরাইলের কয়েকশ ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।

এদিকে, ফিলিস্তিনির ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড গতকাল ইসরাইলের একটি সেনাদলের ওপর হামলা চালিয়েছে। এই হামলায়ও ইসরাইলি সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআই/জিএআর/৩১