ইসরাইলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী 
https://parstoday.ir/bn/news/west_asia-i137010-ইসরাইলি_জাহাজ_ও_বন্দরে_হামলা_চালালো_ইয়েমেনের_সামরিক_বাহিনী
ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়া, অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৪ ১৪:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়া, অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়ামেনের হুথি যোদ্ধারা এসব হামলা চালায়। 

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান। তিনি বলেন, এমএসসি ডারউইন নামে ইসরাইলের একটি জাহাজের ওপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে। 

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের এইলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।