বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i137176-বন্দী_বিনিময়_চুক্তি_হোক_বা_না_হোক_রাফায়_অভিযান_চলবে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক ইসরাইলি সেনারা রাফাহ শহরে স্থল অভিযান চালাবে। গতকাল (মঙ্গলবার) তিনি এই হুমকি দিয়েছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০১, ২০২৪ ১৪:৪০ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক ইসরাইলি সেনারা রাফাহ শহরে স্থল অভিযান চালাবে। গতকাল (মঙ্গলবার) তিনি এই হুমকি দিয়েছেন। 

এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বন্দী বিনিময় চুক্তি হলে তারা এই আগ্রাসনের পরিকল্পনা বাতিল করবেন। 

মিশর সীমান্তবর্তী রাফাহ শহরে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরাইলি আগ্রাসনের মুখে এসব ফিলিস্তিনি উত্তর ও মধ্য গাজা থেকে ঘরবাড়ি ছেড়ে রাফা শহরে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু সেখানে এখন আগ্রাসন চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরাইল। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক নেতারাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সম্ভাব্য এই আগ্রাসনের বিরোধিতা করেছে। কিন্তু নেতানিয়াহু সমস্ত বিরোধিতা উপেক্ষা করে সেখানে সামরিক আগ্রাসন চালাতে চাইছেন। 

তিনি বলেছেন, সমস্ত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্ন নেই। বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক, আমরা রাফাহ শহরে প্রবেশ করব এবং হামাস যোদ্ধাদের নির্মূল করব।

এর আগে গত শনিবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী চ্যানেল টুয়েলভকে বলেছিলেন, হামাস যদি ইসরাইলি বন্দীদের মুক্তির ব্যাপারে রাজি হয় তাহলে রাফা শহরে অভিযান চালানার সিদ্ধান্ত বাতিল করা হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১