ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i137218-ইসরাইলের_সাথে_সম্পর্ক_ছিন্ন_করতে_কলম্বিয়ার_সিদ্ধান্তকে_স্বাগত_জানাল_হামাস
ইহুদিবাদী ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০২, ২০২৪ ১৭:০৭ Asia/Dhaka
  • ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল হামাস

ইহুদিবাদী ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হামাস বলেছে, কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয়। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশগুলো-সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরাইল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাস বলেছে, ফিলিস্তিনের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি লঙ্ঘন করছে। 

গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। মে দিবস উপলক্ষে রাজধানী বোগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, গাজায় যা চলছে তাতে কোন দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২