ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং ২ বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী
(last modified Mon, 10 Jun 2024 09:11:05 GMT )
জুন ১০, ২০২৪ ১৫:১১ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালালো ইয়েমেনি নৌবাহিনী। 

গতকাল (রোববার) এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে ব্রিটেনের এইচএমএস ডায়মন্ড নামে একটি ডেস্ট্রয়ারকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলা ছিল খুবই নিখুঁত। তবে এই হামলায় জাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি। 

ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, তারা ব্রিটেনের নর্ডানি এবং তাবিশি নামে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদেরকে যুক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।