রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না
(last modified Sat, 31 Aug 2024 14:52:09 GMT )
আগস্ট ৩১, ২০২৪ ২০:৫২ Asia/Dhaka
  • রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না

ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ শেষ করতে চান না।

সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরাইলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে। আল জাজিরার উদ্ধৃতি অনুসারে,ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে।

তিনি বলেন এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। ইহুদিবাদী ইসরাইলের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না, যখন নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষে সেনাবাহিনী অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে।#

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ