দামেস্কে উচ্চপদস্থ ব্রিটিশ প্রতিনিধিদল প্রেরণ এবং আইএসআইএস নেতাদের মুক্তি
https://parstoday.ir/bn/news/west_asia-i144960-দামেস্কে_উচ্চপদস্থ_ব্রিটিশ_প্রতিনিধিদল_প্রেরণ_এবং_আইএসআইএস_নেতাদের_মুক্তি
পার্সটুডে-সোমবার রাতে আবারও সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৪ ১৭:৫৫ Asia/Dhaka
  • পার্সটুডে-সোমবার রাতে আবারও সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
    পার্সটুডে-সোমবার রাতে আবারও সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল

পার্সটুডে-সোমবার রাতে আবারও সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন অব্যাহত, সিরিয়ায় ১৯টি সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা, দামেস্কে ইসরাইলি হেলিকপ্টারের অবতরণ, সিরিয়ার কারাগার থেকে বিপুল সংখ্যক আইএসআইএস নেতার মুক্তি এবং দামেস্কে উচ্চপদস্থ ব্রিটিশ প্রতিনিধিদল প্রেরণ ইত্যাদি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত এই প্রতিবেদনের বিষয়।

 

সিরিয়ার দামেস্ক ও হোমসে ইহুদিবাদী যুদ্ধবিমানের হামলা

ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমান সোমবার রাতে কয়েক দফায় সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জেইনাব এলাকায় বোমাবর্ষণ করেছে। পশ্চিম সিরিয়ার হোমস শহরেও ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমানের হামলার খবর জানিয়েছে সংবাদসূত্রগুলো। বাশার আল-আসাদের সরকার পতনের পর, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোর ওপর তাদের হামলা জোরদার করেছে।

 

দামেস্কে ২০ মিনিটের জন্য ইসরাইলি সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণ

স্পুনিক বার্তা সংস্থা সিরিয়ার একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দামেস্কের একটি সামরিক ঘাঁটির কাছে ইসরাইলি একটি হেলিকপ্টার অবতরণ করে এবং ২০ মিনিট পর এই স্থানটি ছেড়ে যায়।

 

আল-জোলানি: আমি সিরিয়াকে ইসরাইলে হামলার ঘাঁটি হতে দেব না

আল-আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ায় ইসরাইলি হামলা বৃদ্ধির ঘটনা এমন এক সময় ঘটছে যখন দামেস্কের ক্ষমতা দখলকারী হায়াত তাহরির আশ-শাম গোষ্ঠীর নেতা আল-জোলানি, ব্রিটিশ ম্যাগাজিন টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল (সোমবার ) বলেছেন: "সিরিয়ার মাটিকে ইসরাইলে হামলা চালানোর ঘাঁটি হতে দেওয়া হবে না।

 

দামেস্কে ব্রিটিশ প্র উচ্চপদস্থ তিনিধিদল প্রেরণ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি গতকাল ঘোষণা করেছেন যে লন্ডন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করতে দামেস্কে পাঠানো হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রোববার জানিয়েছেন সিরিয়ায় হায়াত তাহরির আশ-শাম গোষ্ঠীর সাথে তার দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন। হায়াত তাহরির আশ-শাম গ্রুপ তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে-স্বীকার করে ডেভিড লেমি বলেছেন: যেমনটি প্রত্যাশা করা হয়েছিল যে আমরা এই গ্রুপের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারি।

 

সিরিয়ার কারাগার থেকে বিপুল সংখ্যক আইএসআইএস নেতার মুক্তি

সিরিয়ার আরব উপজাতিদের অন্যতম শেখ আব্দুর রাজ্জাক আল-আকিদি গতকাল (সোমবার) সে দেশের কারাগার থেকে আইএসআইএস নেতাদের মুক্তি এবং সিরিয়ার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীতে তাদের যোগদানের কথা জানিয়েছেন।

 

সিরিয়ায় আল-কায়েদা থেকে বেরিয়ে যাওয়া ১৯টি সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা

ইরাকের ফাতাহ জোটের অন্যতম নেতা "আদি আব্দুল হাদি" সোমবার বলেছেন: "সিরিয়া পরিস্থিতি সম্পর্কে আমাদের বাস্তববাদী হওয়া উচিত।" দেশের বিভিন্ন শহরে ১৯টি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং দায়িত্ব নিয়েছে। তারা আল-কায়েদা এবং তাদের সন্ত্রাসী সংগঠন আন-নুসরা ফ্রন্ট থেকে এসেছে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।