ইয়েমেনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেফতার
-
ইয়েমেনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেফতার
পার্সটুডে- ইয়েমেনের নিরাপত্তা বিভাগ ব্রিটিশ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার গুপ্তচরদের গ্রেপ্তার অভিযান এবং আটককৃতদের স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করেছে।
ইয়েমেনের সানা শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন গুপ্তচর স্বীকার করেছে যে তারা ইয়েমেনের নিরাপত্তা, মিডিয়া এবং শিক্ষা ক্ষেত্রের অবস্থার ওপর বিভিন্ন প্রতিবেদন তৈরি করে সৌদি আরবে তাদের কমান্ডারদের কাছে পৌঁছে দিত। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে সেদেশে আটক ব্রিটিশ ও সৌদি গুপ্তচরদের স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেছে, যারা শত্রুদের সাথে সহযোগিতা করছে তারা যেন বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে।
ইয়েমেনের নিরাপত্তা বিভাগ আরো জানিয়েছে, আটক বিদেশি গুপ্তচররা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্রিটিশ এবং সৌদি অফিসারদের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ কোর্স শেষ করে তথ্য সংগ্রহে নেমে পড়ে। এ লক্ষ্যে গুপ্তচরদের গোয়েন্দা মিশন পরিচালনা করার জন্য স্পাই প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের ডিভাইস ও প্রযুক্তি ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ইয়েমেনের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দফতর এক বিবৃতিতে সেদেশের জনগণের বিরুদ্ধে গুপ্তচর নিয়োগে অংশগ্রহণকারী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।