সিরিয়া ভাঙ্গনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করব: ফিদান
https://parstoday.ir/bn/news/west_asia-i150624-সিরিয়া_ভাঙ্গনের_দিকে_এগিয়ে_গেলে_হস্তক্ষেপ_করব_ফিদান
পার্স-টুডে:  সিরিয়া ভাঙ্গনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৫ ০০:২৪ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
    তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

পার্স-টুডে:  সিরিয়া ভাঙ্গনের দিকে এগিয়ে গেলে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

গত ১৩ জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সশস্ত্র উপজাতি এবং সশস্ত্র দ্রুজদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। দ্রুজদের সহায়তা দেয়ার দাবি করে ইসরায়েলি রেজিম সুয়েইদা প্রদেশের দিকে অগ্রসর হতে-থাকা সিরিয়ার সামরিক যানবাহনের উপর হামলা শুরু করে।

ইসরায়েলি রেজিম ১৬ জুলাই দামেস্কের কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনায় বোমা বর্ষণ করে। এসবের মধ্যে ছিল সিরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার। এইসব হামলাকে ইসরাইয়েল দামেস্কের প্রতি সরাসরি বার্তা বলে উল্লেখ করে। এইসব হামলার পর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই দিনই যুদ্ধ-বিরতির সমঝোতা অনুযায়ী গোটা সুয়েইদা প্রদেশ থেকে সরকারি সিরিয় বাহিনী ফিরিয়ে আনার খবর দেয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়াকে ভেঙ্গে ফেলার লক্ষ্য নিয়েই ইসরাইল সিরিয়ায় সম্প্রতি হামলা চালিয়েছে। মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, সিরিয়া যদি ভেঙ্গে যাওয়ার পথে ও অশান্তির দিকে এগিয়ে যায় তাহলে হস্তক্ষেপ করব বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়েছেন।

এল সালভেদরের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্দ্রা হিলের সঙ্গে এক সংবাদ-সম্মেলনে ফিদান এ প্রসঙ্গে আরও বলেছেন, সিরিয়ার গোষ্ঠীগুলো যদি দেশটির ভাঙ্গন ও অস্থিতিশীলতার দিকে অগ্রসর হয় তাহলে তুরস্ক এ বিষয়কে নিজের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে  করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসরায়েল এ অঞ্চলকে দুর্বল রাখতে চায় এবং এ অঞ্চলে অশান্তি জিইয়ে রাখতে চায়; কারণ ইসরায়েল তার আশপাশের কোনো দেশেই শান্তি দেখতে আগ্রহী নয়, আর এ কারণেই সিরিয়াতে কয়েকটি নতুন রাষ্ট্র সৃষ্টি করতে চায়।

জোলানির পদত্যাগের দাবিতে অধিকৃত গোলানের অধিবাসীদের বিক্ষোভ

এদিকে সিরিয়ার গোলানের যে অংশ ইহুদিবাদী ইসরায়েল দখল করে রেখেছে সেখানকার অধিবাসীরা গত সোমবার সুয়েইদা প্রদেশে দ্রুজদের ওপর জোলানির নেতৃত্বাধীন সরকারি বাহিনীর হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন। তারা সিরিয়ার শহর ও গ্রামগুলোতে সশস্ত্র অভিযানের নিন্দা জানান ও এইসব অভিযান শিগগিরই বন্ধ করার দাবি জানান। তারা সিরিয়ার কথিত অন্তবর্তী সরকারের প্রধান আবু মোহাম্মাদ জোলানির পদত্যাগও দাবি করেন।  

ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয় উপজাতি কাফেলার কয়েক ব্যক্তি হতাহত

ওদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সুয়েইদা প্রদেশে উপজাতি এক গোত্রের সামরিক কাফেলার ওপর হামলা চালিয়েছে ইসরাইলি ড্রোন। এতে ওই উপজাতির কয়েক ব্যক্তি হতাহত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত খবর পাওয়া যায়নি।

সুয়েইদার ঘটনার প্রেক্ষাপটে দামেস্কের কাছে কখনও অস্ত্র সমর্পণ করব না: সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স

এদিকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলেছে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে ও বিশেষ করে সুয়েইদা প্রদেশের ঘটনাবলীর প্রেক্ষাপটে ব্যাপক সহিংসতার ছায়াতলে এবং দায়েশ বা আইএস-এর হুমকি অব্যাহত থাকায় অস্থায়ী সরকারের কাছে অস্ত্র সমর্পণ করা সম্ভব নয়। সিরিয়ার সাংবিধানিক সমঝোতার আওতায় কুর্দিদের বিশেষ মর্যাদার স্বীকৃতি দেয়া হলে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এর সেনারা সিরিয় সেনাবাহিনীতে যোগ দিতে পারে বলে এর মুখপাত্র জানিয়েছেন।

আযারবাইজানের মধ্যস্থতায় বাকুতে জোলানি সরকার-ইসরায়েলি রেজিমের আলোচনা

আযারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সহকারী কর্মকর্তা হেকমত হাজিয়েভ জানিয়েছেন, বাকুতে ইসরায়েলি কর্মকর্তা ও জোলানির অস্থায়ী সিরিয় সরকারের কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। জানা গেছে মার্কিন সরকার ও আরব আমিরাতও এই আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে।

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে গত মার্চ মাসের গণহত্যাযজ্ঞে ১৪২৬ জন আলাভি নিহত

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে গত মার্চ মাসের গণহত্যাযজ্ঞে ১৪২৬ জন আলাভি নিহত হয়েছে বলে জোলানি সরকারের তদন্ত কমিটি জানিয়েছে। তবে এইসব হত্যাযজ্ঞ পরিকল্পিতভাবে ও আদর্শিক মতপার্থক্যের কারণে হয়নি বলে ওই কমিটি দাবি করেছে। কমিটির এই দাবি সন্দেহ বা কল্পনাভিত্তিক এবং এর সপক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ দেখানো হয়নি এবং সন্দেহভাজন হত্যাকারীদের পরিচয়ও ফাঁস করা হয়নি। এই তদন্ত কমিটির একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার এক সংবাদ-সম্মেলনে বলেছেন, কমিটির তদন্তের ফলাফল সময়মতই উপস্থাপন করা হয়েছিল কিন্তু সুয়েইদার ঘটনার প্রেক্ষাপটে এই ফলাফল ঘোষণা করতে দেরি হয়েছে।#

পার্স-টুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।