গাজা প্রতিরোধ, ইসরায়েলের দুঃস্বপ্ন/ আতওয়ান: প্রতিটি শহীদ ইহুদিবাদের কফিনে একেকটি পেরেক
https://parstoday.ir/bn/news/west_asia-i150698-গাজা_প্রতিরোধ_ইসরায়েলের_দুঃস্বপ্ন_আতওয়ান_প্রতিটি_শহীদ_ইহুদিবাদের_কফিনে_একেকটি_পেরেক
আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান ফিলিস্তিনি ও ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করে জোর দিয়ে বলেছেন যে উন্নত মার্কিন যুদ্ধবিমান ইহুদিবাদী সরকারের জন্য বিজয়ের নিশ্চয়তা দিতে পারবে না।
(last modified 2025-07-29T13:25:49+00:00 )
জুলাই ২৬, ২০২৫ ১৮:৩৭ Asia/Dhaka
  • গাজা প্রতিরোধ, ইসরায়েলের দুঃস্বপ্ন/ আতওয়ান: প্রতিটি শহীদ ইহুদিবাদের কফিনে একেকটি পেরেক

আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান ফিলিস্তিনি ও ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করে জোর দিয়ে বলেছেন যে উন্নত মার্কিন যুদ্ধবিমান ইহুদিবাদী সরকারের জন্য বিজয়ের নিশ্চয়তা দিতে পারবে না।

আব্দুল বারী আতওয়ান রাই আল-ইয়ুম পত্রিকায় তার বিশ্লেষণে লিখেছেন, গাজা উপত্যকা বা ইয়েমেনে প্রতিরোধের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়ার জন্য  হুমকি আরব জাতির রক্তের জন্য ইসরায়েলি ও মার্কিন কর্তৃপক্ষের তৃষ্ণা ও তাড়নাকে প্রকাশ করে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আব্দুল বারী আতওয়ান ইহুদিবাদী ও মার্কিন শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি ও ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করে জোর দিয়ে বলেছেন যে উন্নত আমেরিকান যুদ্ধবিমান বিজয়ের নিশ্চয়তা দেবে না বরং যুদ্ধের ফলাফল স্থলভাগে এবং যোদ্ধাদের দৃঢ়তার দ্বারা নির্ধারিত হয় এবং এই হুমকি ইসরায়েলি ও আমেরিকান কর্তৃপক্ষের আরব জাতির রক্তের জন্য তৃষ্ণা ও তাড়নাকে প্রকাশ করছে।

আতওয়ান হামাস এবং এর নেতাদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়ার জন্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের হুমকিকে ইসরায়েলের সন্ত্রাস ও রক্তপিপাসু তাড়নার পরিকল্পনার লক্ষণ হিসেবে বিবেচনা করেছেন।

গাজার জনগণকে অনাহারে রাখা এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাসহ ইহুদিবাদী শাসনের অপরাধের সমালোচনা করে এই আরব বিশ্লেষক এসব পদক্ষেপকে "নরকের" বাস্তব উদাহরণ বলে অভিহিত করেছেন এবং জিজ্ঞাসা করেছেন,  ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্তদের গুলি ও ড্রোন দিয়ে হত্যা করা কি নরক নয়? তারা কি গাজায় নাৎসিদের মতো হত্যা কেন্দ্র স্থাপন করতে চায়?

ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিদিনের অভিযানের কথা উল্লেখ করে যার মধ্যে ইহুদিবাদী সৈন্যদের বিরুদ্ধে সফল অতর্কিত আক্রমণ এবং সামরিক সরঞ্জাম ধ্বংস অন্তর্ভুক্ত আতওয়ান জোর দিয়ে বলেন যে গাজা আত্মসমর্পণ করবে না এবং এর শক্তি ক্রমাগতভাবে বেড়েই চলছে।

আতওয়ান আরো বলেন,  গাজার বাসিন্দাদের কিংবদন্তি প্রতিরোধ এবং তেল আবিবের কেন্দ্রস্থলে ইহুদিবাদ বিরোধী অভিযানের সাথে এই দৃঢ়তা প্রমাণ করে যে নেতানিয়াহু তার সমস্ত গোয়েন্দা পরিষেবা এবং গুপ্তচরবৃত্তি কেন্দ্র থাকা সত্ত্বেও ফিলিস্তিনি জনগণকে বুঝতে চান না এবং তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের চেতনা উপেক্ষা করে বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছেন।

আতওয়ান সতর্ক করে দিয়ে সব শেষে বললেন, ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সমর্থকরা বিশ্বে নিরাপত্তার রঙ দেখতে পাবে না। গাজায় শহীদ হওয়া প্রতিটি শিশু ইহুদিবাদী প্রকল্পের কফিনে একেকটি পেরেক ঠুকে  দেয়া এবং এই প্রক্রিয়া ইহুদিবাদী প্রকল্পের সমাপ্তি আরও কাছে নিয়ে আসে।#

 

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।