ইসরায়েল কি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা অস্বীকার করতে পারবে?
-
ইসরায়েল কি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা অস্বীকার করতে পারবে?
পার্সটুডে- এক প্রতিবেদনে দেখা গেছে যে ইহুদিবাদী ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় ইরান যেসব অস্ত্র ব্যবহার করেছিল তা ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। ইসরায়েল এবং ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে সেইসব মিডিয়া ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিষয়টি কৌশলে এড়িয়ে গেছে যারা কিনা ট্রাম্পের পক্ষে প্রচারণা কাজে ব্যাপক ভূমিকা রেখেছে।
ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল শুরু থেকেই ইরানের সামরিক শক্তির বিষয়টি মিডিয়া জগতে ব্যাপকভাবে প্রচারে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল; যুদ্ধের পর ইসরায়েল নিজেদের কিছু ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে নিজেদেরকে মজলুম হিসাবে তুলে ধরার চেষ্টা চালিয়েছে। কিন্তু এই ধ্বংস স্থলে ইউরোপীয় এবং জার্মান কর্মকর্তাদের পরিদর্শনের পর ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ধ্বংস সক্ষমতার বিষয়টি সবার সামনে উঠে এসেছে।
তবে মিডিয়ার মাধ্যমে ইরানের সক্ষমতা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তিকে উপেক্ষা করতে পারেনি। বিশেষ করে ইসরায়েল ভালো করেই জানে যে ইরান কী ধরণের ব্যাপক ধ্বংস ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করেছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময়, বিভিন্ন ধরণের ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তবে বিবরণ এবং বিভিন্ন ছবি থেকে বোঝা যায় যে কিছু ক্ষেপণাস্ত্র এতটাই ধ্বংসাত্মক ছিল যে ওই আঘাতে বহু জায়গা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যা ছিল ইসরায়েলের ধারণার বাইরে।
হিব্রু সূত্র থেকে প্রাপ্ত বিভিন্ন প্রতিবেদনে ইরানি ক্ষেপণাস্ত্রের উচ্চ মানের এবং নজিরবিহীন ধ্বংস ক্ষমতার কথা বলা হয়েছে যা ইসরায়েলি মিডিয়া এবং সামরিক বাহিনীকে বিস্মিত করেছে।
একজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা ধ্বংসের পরিমাণ সম্পর্কে বলেছেন: “বিস্ফোরণের ক্ষমতা ও শব্দ এতটাই ছিল যে সেখানকার সবকিছু ধ্বংস হয়ে গেছে।”
এই বিষয়ে, হারেতজ সংবাদপত্র লিখেছে: "ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতি শত শত মিটার পর্যন্ত বিস্তৃত ছিল; শত শত - এমনকি হাজার হাজার - অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। "দেয়াল এবং প্লাস্টার পার্টিশন ভেঙে পড়ার কারণে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
দৈনিক হারেতজ জানিয়েছে: ইসরায়েলি রাস্তায় আছড়ে পড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে সৃষ্ট প্রচণ্ড কম্পনের কারণে বিশাল এলাকাজুড়ে ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।
আল-ওয়াতান সংবাদপত্র জানিয়েছে: ইসরায়েলে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েল যে তথ্য দিয়েছে প্রকৃত ক্ষতি তার চেয়েও অনেক বেশি। #
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।