আম্মার হাকিম: ইরান হলো মুসলিম বিশ্বের প্রথম সারির ঘাঁটি
-
আম্মার হাকিম ইমাম খোমেনী (রহ.)-এর নাতি সাইয়্যেদ হাসান খোমেনীর সাথে দেখা করেছেন
ইরাকের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী শিয়া আলেম আম্মার আল-হাকিম ১২ দিনের পবিত্র প্রতিরক্ষায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ওপর ইরানের বড় আঘাতের কথা উল্লেখ করে বলেছেন, ইহুদিরা এখন এই অঞ্চলগুলোতে তাদের পরাজয়ের মাধ্যমে ইরানে বিশৃঙ্খলা চাইছে।
ইরাকি জাতীয় হিকমাত আন্দোলনের নেতা সাইয়্যেদ আম্মার হাকিম শনিবার ইমাম খোমেনী (রহ.)-এর পবিত্র মাজারে উপস্থিত হয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পার্সটুডের মতে, আম্মার হাকিম ইমাম খোমেনী (রহ.)-এর নাতি সাইয়্যেদ হাসান খোমেনীর সাথে দেখা করেছেন এবং সাম্প্রতিক ১২ দিনের পবিত্র প্রতিরক্ষায় ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সাথে সমস্ত শিয়া ও সুন্নি মুসলমানদের সহানুভূতি ও সংহতির ওপর জোর দিয়ে বলেছেন, মুসলমানরা এমন একটি দেশকে সমর্থন করে যা ইহুদি শাসনকে ঘৃণা করে বলে ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষা করে এবং লড়াই করে।
হাকিম আরো বলেন, ১২ দিনের পবিত্র প্রতিরক্ষা ইরানে ঐক্য এনেছে এবং মুসলিম বিশ্বে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার পুরনো অভিযোগ দূর করেছে।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আক্রমণের ধাক্কা থেকে ইরান দ্রুত সেরে উঠেছে উল্লেখ করে হাকিম শাসক গোষ্ঠীর প্রতিরক্ষা ব্যবস্থার উপর মৌলিক আঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিতে তাদের বিস্ময়ের দিকে ইঙ্গিত করে বলেন: "তারা এখন এই ক্ষেত্রগুলোতে ব্যর্থ হয়ে ইরানে বিশৃঙ্খলা চাইছে।" ইরাকি জাতীয় হিকমাত আন্দোলনের নেতা ইরানকে ইসলামি বিশ্বের প্রথম সারির ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে বলেন: "আজ এই অঞ্চলের দেশগুলো মনে করে যে ইহুদিবাদী সরকারের সাথে যুদ্ধে ইরান দুর্বল হলে সমগ্র অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে।#
পার্সটুডে/এমবিএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।