বন্দি হত্যায় এবার বয়স্ক ঘাতক বাহিনী ব্যবহার করল দায়েশ
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল এবার বয়স্ক ঘাতক বাহিনী ব্যবহার করে বন্দি হত্যার লোমহর্ষক ছবি প্রকাশ করেছে। কোমলমতি শিশুদের দিয়ে হতভাগ্য বন্দিদের হত্যার ছবি প্রকাশের পরই নতুন এ ছবি প্রকাশ করা হলো।
সিরিয়ার দায়েশ নিয়ন্ত্রিত শহর রাকায় এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসা বন্দিদের মাথার পেছনে ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করছে কালো পোশাক পরা পাকা দাঁড়িওয়ালা চার ঘাতক। প্রথম ছবিতে দায়েশের বয়স্ক ঘাতকদেরকে বন্দিদের পেছনে অবস্থান নিতে দেখা গেছে। বন্দিদের পরনে ছিলো উজ্জ্বল কমলা রঙের পোশাক।

এই হত্যাকাণ্ড কবে ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি। এ ছাড়া, দায়েশের বয়স্ক ঘাতক বাহিনীর সদস্যদের পরিচয় প্রকাশ করা হয় নি। নিহত বন্দিদের কথিত অপরাধ বা পরিচয় সম্পর্কেও কিছু জানা যায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/২৮