সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় বাহিনীর অভিযান চলছে; বহু হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i19420-সন্ত্রাসীদের_বিরুদ্ধে_সিরিয়_বাহিনীর_অভিযান_চলছে_বহু_হতাহত
সিরিয়ার সেনাবাহিনী দেশটির বিভিন্ন এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। সন্ত্রাসীরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ২০:০৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার সেনাবাহিনী দেশটির বিভিন্ন এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। সন্ত্রাসীরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ (মঙ্গলবার) রাজধানী দামেস্কের ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দারা শহরের দক্ষিণ-পশ্চিম অংশে দারা আল-বালাদ এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী সন্ত্রাসীদের দুটি অবস্থানে অভিযান চালালে বহু জঙ্গি হতাহত হয়।  সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সিরিয় সেনাবাহিনী আলেপ্পো প্রদেশের খান তুমান এবং কাফর হামরাহ গ্রামের পাশাপাশি হারিতান শহর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে।  

এছাড়া, সিরিয়ার আলেপ্পোর ৫০ কিলোমিটার পূর্বে দেইর হাফির এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত হওয়ার একদিন পর সন্ত্রাসীদের পক্ষে এসব ক্ষয়ক্ষতির খবর এল।#

পার্সটুডে/বাবুল আখতার/৬