আলেপ্পোয় নিজের ত্রাণ বহরে হামলা হওয়ার খবর দিল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i20644-আলেপ্পোয়_নিজের_ত্রাণ_বহরে_হামলা_হওয়ার_খবর_দিল_জাতিসংঘ
সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় নিজের একটি ত্রাণ বহরে হামলা হয়েছে বলে খবর দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজাররিচ আজ জানিয়েছেন, প্রদেশের উর্‌ম আল-কুবরা এলাকায় রেড ক্রিসেন্টের একটি কেন্দ্রের বাইরে এ হামলা চালানো হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১১:০৫ Asia/Dhaka
  • সিরিয়ায় জাতিসংঘের ত্রাণবহর (ফাইল ছবি)
    সিরিয়ায় জাতিসংঘের ত্রাণবহর (ফাইল ছবি)

সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় নিজের একটি ত্রাণ বহরে হামলা হয়েছে বলে খবর দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজাররিচ আজ জানিয়েছেন, প্রদেশের উর্‌ম আল-কুবরা এলাকায় রেড ক্রিসেন্টের একটি কেন্দ্রের বাইরে এ হামলা চালানো হয়।

সেখানে জাতিসংঘের একটি ত্রাণ বহরের ৩১টি ট্রাক ছিল  যেগুলোর মধ্যে অন্তত ১৮টি হামলার শিকার হয়। দুজাররিচ বলেন, “আমাদের একটি ত্রাণ বহরে হামলার বিষয়ে নিশ্চিত হয়েছি। এ সম্পর্কে আরো বেশি তথ্য পাওয়ার চেষ্টা করছি আমরা।”

লন্ডনি-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়া বা রাশিয়ার জঙ্গিবিমান থেকে জাতিসংঘের ওই ত্রাণ বহরে হামলা চালানো হয়েছে। হামলায় রেড ক্রিসেন্টের ১২ গাড়ি চালক নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা এ বিমান হামলার ব্যাপারে ‘তীব্র’ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধে আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে এই ত্রাণ পাঠাতে আমাদেরকে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী দেশটিতে ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির বাতিল করে দেয়ার পর ত্রাণ বহরে হামলা হলো। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো রাশিয়া ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত সমঝোতা অনুযায়ী প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি মানছে না বলে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০