সিরিয়ায় রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলো: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i21448-সিরিয়ায়_রাসায়নিক_হামলার_প্রস্তুতি_নিচ্ছে_জঙ্গি_গোষ্ঠীগুলো_রাশিয়া
সিরিয়ার উত্তরা-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের বেসামরিক নাগরিকদের ওপর জঙ্গি গোষ্ঠীগুলো রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ লে. জেনারেল ভিক্তোর পোযনিখির বুধবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ০৬:২৫ Asia/Dhaka
  • সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা (ফাইল ছবি)
    সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা (ফাইল ছবি)

সিরিয়ার উত্তরা-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের বেসামরিক নাগরিকদের ওপর জঙ্গি গোষ্ঠীগুলো রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ লে. জেনারেল ভিক্তোর পোযনিখির বুধবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পোর পূর্ব অংশে সিরিয়ার সেনাবাহিনী ও বেসামরিক এলাকায় রাসায়নিক শেল নিক্ষেপের প্রস্তুতি নিয়েছে বলে আমরা খবর পেয়েছি।” সিরিয়ার সরকারি সেনাদের ওপর দোষ চাপাতে জঙ্গিরা এ হামলা চালাবে বলে তিনি উল্লেখ করেন।

জেনারেল পোযনিখির বলেন, আলেপ্পোর কাছে গত ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের ত্রাণবহরের ওপর হামলায় জঙ্গিদের ভূমিকা নিয়ে তাদের হাতে তথ্য এসেছে। আন-নুসরা ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো ওই হামলা চালিয়েছে বলে রাশিয়ার হাতে সুনির্দিষ্ট তথ্য আছে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের ত্রাণবহরের ওপর চালানো ওই হামলায় ১৮টি ত্রাণবাহী ট্রাক ধ্বংস ও ১২ জন চালক নিহত হন।

সিরিয়ার এক সময়কার বাণিজ্যিক নগরী আলেপ্পো গত চার বছর ধরে সংঘর্ষরত দুই পক্ষ নিয়ন্ত্রণ করছে। এর পশ্চিম অংশ রয়েছে সরকারি সেনাদের নিয়ন্ত্রণে এবং পূর্ব অংশ দখল করে রেখেছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯