ইয়েমেনের ২০ লাখ শিশু স্কুলের বাইরে রয়েছে: ইউনিসেফ
https://parstoday.ir/bn/news/west_asia-i22054-ইয়েমেনের_২০_লাখ_শিশু_স্কুলের_বাইরে_রয়েছে_ইউনিসেফ
জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, দারিদ্রপীড়িত ইয়েমেনে এক বছরের বেশি সময় ধরে চলা বর্বরোচিত সৌদি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটিতে বিশ লাখের বেশি শিশু স্কুল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ১৭:১৮ Asia/Dhaka
  • শিক্ষা-বঞ্চিত ইয়েমেনি শিশু
    শিক্ষা-বঞ্চিত ইয়েমেনি শিশু

জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, দারিদ্রপীড়িত ইয়েমেনে এক বছরের বেশি সময় ধরে চলা বর্বরোচিত সৌদি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটিতে বিশ লাখের বেশি শিশু স্কুল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

গতকাল (মঙ্গলবার) সংস্থার ইয়েমেন বিষয়ক প্রতিনিধি জুলি হারনিস বলেন, দেশটিতে সহিংসতায় ৩ লাখ ৫০ হাজার শিশু গত বছর কোনো শিক্ষা পায় নি।

ইউনিসেফের কর্মকর্তা আরো বলেন, গত বছরের সংখ্যা নিয়ে বর্তমানে বিশ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। হারনিস বলেন, অনেক শিশু হয় স্কুলে যাওয়ার পথে অথবা বা স্কুলেই নিহত হয়েছে। ইয়েমেন সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোর উচিত- শিশু এবং স্কুলগুলোকে হামলার বাইরে রাখা।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবারো ক্ষমতায় বসানোর লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো বহু লোকজন।#

পার্সটুডে/বাবুল আখতার/৫