নিজেদের প্রচারণা প্রধানের নিহত হওয়ার খবর নিশ্চিত করল দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i22702-নিজেদের_প্রচারণা_প্রধানের_নিহত_হওয়ার_খবর_নিশ্চিত_করল_দায়েশ
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশ তাদের একজন প্রভাবশালী কমান্ডারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দায়েশের হাতে বন্দিদেরকে পাশবিক উপায়ে হত্যা করার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কাজ তদারকি করত তাদের এই সিনিয়র কমান্ডার।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ০৭:৩১ Asia/Dhaka
  • ফুরকানের ছবি কখনো প্রকাশ করা হয়নি
    ফুরকানের ছবি কখনো প্রকাশ করা হয়নি

সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশ তাদের একজন প্রভাবশালী কমান্ডারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দায়েশের হাতে বন্দিদেরকে পাশবিক উপায়ে হত্যা করার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কাজ তদারকি করত তাদের এই সিনিয়র কমান্ডার।

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে দায়েশ তাদের কথিত তথ্যমন্ত্রী আবু মোহাম্মাদ আল-ফুরকানের নিহত হওয়ার খবর দিলেও কবে, কোথায় এবং কীভাবে সে নিহত হয়েছে সে খবর জানায়নি।

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন গত মাসে জানিয়েছিল, সিরিয়ার রাক্কা শহরের কাছে ৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে ফুরকানকে হত্যা করা হয়েছে।

দায়েশের হাতে গোনা যে কয়েকজন প্রতিষ্ঠাতা নেতা এতদিন জীবিত ছিল তাদের মধ্যে ফুরকান ছিল অন্যতম।

এই জঙ্গি গোষ্ঠীর প্রচারণা বিভাগ পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ‘আমাক’ নিউজ এজেন্সি এবং বহুভাষা-ভিত্তিক ম্যাগাজিন ‘দাবিক’ প্রকাশ হয়েছিল তার উদ্যোগে।

দায়েশের প্রচারণা বিভাগের প্রধানের নিহত হওয়ার খবর এমন সময় প্রকাশিত হলো যখন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই জঙ্গি গোষ্ঠীর প্রচারণা ভিডিওর পাশাপাশি অন্যান্য প্রকাশিত আইটেমের সংখ্যা কমে এসেছে।

ফুরকানের হাত ধরে দায়েশের বহু প্রকাশনা জনসমক্ষে এলেও তার নিজের কোনো ছবি কখনো প্রকাশ করা হয়নি কিংবা আনুষ্ঠানিকভাবে দায়েশে তার ভূমিকার কথাও স্বীকার করেনি এ জঙ্গি গোষ্ঠী।

আবু মুহাম্মাদ আল-আদদানি

সেপ্টেম্বরে নিহত আবু মোহাম্মাদ আল-ফুরকান ছিল তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের আরেক প্রচারণা বিশেষজ্ঞ আবু মুহাম্মাদ আল-আদদানির ঘনিষ্ঠ সহযোগী। আদনানি আগস্টে এক বিমান হামলায় নিহত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২