ক্ষমতায় থাকতে বেপরোয়া বাহরাইনের আলে-খলিফা সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i31027-ক্ষমতায়_থাকতে_বেপরোয়া_বাহরাইনের_আলে_খলিফা_সরকার
মানবাধিকার সংগঠনগুলোর দাবি উপেক্ষা করে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার দেশটির তিন বিরোধী রাজনৈতিক কর্মীর ফাঁসি কার্যকর করেছে। ২০১৪ সালের একটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ (রোববার) ভোরে সামি মুশাইমা, আব্বাস আস-সামি ও আলী আস-সিনকিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ১৭:৩৮ Asia/Dhaka

মানবাধিকার সংগঠনগুলোর দাবি উপেক্ষা করে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার দেশটির তিন বিরোধী রাজনৈতিক কর্মীর ফাঁসি কার্যকর করেছে। ২০১৪ সালের একটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ (রোববার) ভোরে সামি মুশাইমা, আব্বাস আস-সামি ও আলী আস-সিনকিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে বাহরাইনের আটটি মানবাধিকার সংগঠন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখে দেশটির বিরোধী রাজনৈতিক কর্মীদের ফাঁসি রোধ করার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিল।

বাহরাইনের আদালতগুলো ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে অন্যায়ভাবে বহু রাজনৈতিক নেতা-কর্মীর ফাঁসির আদেশ জারি করেছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বাহরাইনের ইতিহাসে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ফাঁসি কার্যকর করার ঘটনা খুবই বিরল। কিন্তু বর্তমান আলে-খলিফা সরকার ক্ষমতায় টিকে থাকতে এত বেশি বেপরোয়া হয়ে উঠেছে যে, দেশের জনগণের মতামত উপেক্ষা করে ভুয়া অভিযোগে তিন রাজনৈতিক কর্মীর ফাঁসি কার্যকর করল। এ কাজে বাহরাইন সরকারকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব এবং বাকি বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

বাহরাইনে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আলে-খলিফা সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হয়। স্বাধীনতা, ন্যায়বিচার, বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি জননির্বাচিত সরকারের দাবি জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।  কিন্তু বাহরাইন সরকার কঠোর হাতে সে আন্দোলন দমন করে।  দেশটির গণ-আন্দোলন দমনে সেনা পাঠিয়ে সহায়তা করে সৌদি আরবের নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ।  ২০১২ সাল থেকে বাহরাইনে মোতায়েন করা হয় হাজার হাজার সৌদি সেনা যারা এখনো দেশটিতে অবস্থান করছে।

বাহরাইনের পাশাপাশি সৌদি আরবেও সরকার বিরোধী আন্দোলন শক্ত হাতে দমন করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশটির কারাগারে হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী আটক রয়েছেন।  প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরসহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীর ফাঁসি কার্যকর করেছে আলে-সৌদ সরকার।  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজ দেশে বিরোধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রিয়াদ এখন বাহরাইন সরকারকে একই অপকর্ম করতে উৎসাহ যোগাচ্ছে।

বাহরাইনের আলে-খলিফা সরকার বিরোধী নেতাকর্মীদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার মাধ্যমে নিজের শাসনক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে।  বিরোধী দলকে দমনের নামে হাজার হাজার মানুষকে কারাগারে পাঠিয়ে দেশটিকে প্রকারান্তরের জেলখানায় পরিণত করেছে আলে-খলিফা সরকার। কিন্তু এতকিছুর পরও বাহরাইনের জনগণের সরকার বিরোধী আন্দোলন নির্মূল করা যায়নি। বরং এ ধরনের অন্যায় ফাঁসি কার্যকর করার মাধ্যমে জনগণের মধ্যে ক্ষোভের আগুন আরো বেশি জ্বালিয়ে দিচ্ছে মানামা সরকার।

চলতি বছরের প্রথম কয়েকদিন ধরে রাজধানী মানামাসহ সারাদেশে আলে-খলিফা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন সত্ত্বেও এ ধরনের বিক্ষোভ প্রমাণ করে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে দেশটির জনগণ সরে আসেনি এবং তারা যেকোনো মূল্যে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫