ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউসের মজার প্রতিক্রিয়া
-
ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর, হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক বলেছেন: নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতির প্রতি বেশি আগ্রহী।
"নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে!" ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের প্রতিক্রিয়া ছিল এরকমই।
ট্রাম্প বিভিন্ন প্ল্যাটফর্মে শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী তা দেখানো সত্ত্বেও এবং বারবার বিশ্বে আটটি যুদ্ধের অবসান ঘটানোর দাবি করার পরেও গত শুক্রবার নোবেল শান্তি কমিটি ভেনেজুয়েলার বিরোধী ব্যক্তিত্ব এবং ইহুদিবাদী ইসরাইলের সমর্থক "মারিয়া করিনা মাচাদো" কে শান্তি পুরস্কার প্রদান করেছে।
এ সম্পর্কে হোয়াইট হাউস বলেছে: প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি চুক্তি স্বাক্ষর করা, যুদ্ধ বন্ধ করাসহ জীবন বাঁচানোর জন্য তার সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক বলেছেন যে পুরস্কার না পাওয়া পরও ট্রাম্প এখনও কার্যকর কূটনীতি এবং সাহসী উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও শান্তি অর্জনের লক্ষ্যে প্রত্যয়ী ও বিশ্বাসী।
তিনি ট্রাম্পকে "মানব হৃদয়ের অধিকারী একজন মানুষ" হিসেবে তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন যে তার দৃঢ় সংকল্প এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বিশ্ব রাজনৈতিক দৃশ্যপটে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্বে পরিণত করেছে!
হোয়াইট হাউসের কর্মকর্তা তার বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেননি যে মার্কিন প্রেসিডেন্ট গাজায় হোক বা ইরানের বিরুদ্ধে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধকে সমর্থন করে যুদ্ধ ও সংঘাতের আগুনে ইন্ধন জুগিয়েছেন।
তিনি আরও বলেন: "প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় ও অটল ইচ্ছাশক্তি রয়েছে। তার দৃঢ় সংকল্পের শক্তি এতই অটল যে অন্য কেউ নিজস্ব দৃঢ়তা দিয়ে পাহাড় টলাতে পারে না, যেমনটি তিনি পারেন।"
গত ১০ অক্টোবর থেকে গাজায় ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের উচ্চ আশা ছিল তিনি নোবেল শান্তি পুরষ্কার পাবেন, কিন্তু বিধি বাম, শান্তি পুরস্কার পেলেন মারিয়া করিনা মাচাদো।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।