আসাদ- আব্দুল্লাহিয়ান বৈঠক: 'শান্তি আনবে যুদ্ধবিরতি'
-
বৃহস্পতিবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান
সিরিয়ায় গত প্রায় একমাস ধরে চলা যুদ্ধবিরতি অব্যাহত রাখতে নিজের সমর্থনের কথা ঘোষণা করেছে ইরান। বৃহস্পতিবার রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ সমর্থন জানান ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
সাক্ষাতে আসাদ ও আব্দুল্লাহিয়ান বলেন, সফল যুদ্ধবিরতি সিরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম করবে।
গতমাসে সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো নগরী পুনরুদ্ধারের পর ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় প্রেসিডেন্ট আসাদ সরকার ও সিরিয়ায় তৎপর সশস্ত্র বিদ্রোহীরা। তবে দায়েশ ও আন-নুসরা জঙ্গি গোষ্ঠীকে এ যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে। চলতি সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বিদ্রোহীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক শান্তি বৈঠকে ওই যুদ্ধবিরতি চালিয়ে নিতে চুক্তি সই হয়েছে।
প্রেসিডেন্ট আসাদ ও আব্দুল্লাহিয়ানের বৈঠকে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সেইসঙ্গে বলা হয়, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিরিয়ার জনগণেরই উচিত তাদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেয়া।
সিরিয়ায় ২০১১ সালে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর এর আগে কখনো টানা একমাস যুদ্ধবিরতি বজায় রাখা যায়নি। এর আগে মার্কিন সরকার একাধিকবার এ ধরনের যুদ্ধবিরতি বলবৎ রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭