বিজয় না আসা পর্যন্ত ইসরাইল-বিরোধী প্রতিরোধ চলবে: জিহাদ আন্দোলন
-
রামাদান আবদুল্লাহ
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান রামাদান আবদুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ফিলিস্তিনের জনগণ তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। ইসরাইলের পক্ষ থেকে আসা যেকোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত বলেও তিনি ঘোষণা দিয়েছেন।
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে আজ (মঙ্গলবার) তিনি এ মন্তব্য করেন। তেল আবিবের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সহযোগিতার কথা উল্লেখ করে রামাদান আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ হচ্ছে ইসরাইলের সহযোগী। তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা কিংবা সহযোগিতার বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি।”
ফিলিস্তিনের ইন্তিফাদা বা গণজাগরণের প্রতি আন্তর্জাতিক সমর্থন জানাতে তেহরানে আজ (মঙ্গলবার) থেকে দু দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০০ প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১