মসুলের লোহার ব্রিজের নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i34540-মসুলের_লোহার_ব্রিজের_নিয়ন্ত্রণ_নিল_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে টাইগ্রিস নদীর ওপর থাকা তিনটি লোহার ব্রিজের একটির নিয়ন্ত্রণে নিয়েছে। মসুলের পশ্চিম অংশ দায়েশের কবল থেকে মুক্ত করার জন্য ইরাকি বাহিনী যখন সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন তাদের এ সাফল্যের খবর এলো।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৫, ২০১৭ ২০:২৪ Asia/Dhaka
  • মসুলের লোহার ব্রিজের নিয়ন্ত্রণ নিল ইরাকি বাহিনী

ইরাকের সেনাবাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে টাইগ্রিস নদীর ওপর থাকা তিনটি লোহার ব্রিজের একটির নিয়ন্ত্রণে নিয়েছে। মসুলের পশ্চিম অংশ দায়েশের কবল থেকে মুক্ত করার জন্য ইরাকি বাহিনী যখন সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন তাদের এ সাফল্যের খবর এলো।

ইরাকি পুলিশ বাহিনীর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  দেশটির পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী আজ বুধবার মসুলের পশ্চিম অংশে অবস্থিত সর্বশেষ এ লোহার ব্রিজটি দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। মসুলের  পূর্ব অংশ এবং দায়েশ নিয়ন্ত্রিত এর পুরাতন শহরকে সংযুক্তকারী এ ব্রিজটি দখলে নেয়ার ফলে এটি ইরাকি বাহিনীর জন্য একটি কৌশলগত সাফল্য বলে মনে করা হচ্ছে। এর আগে মসুলের পূর্ব অংশ থেকে দায়েশকে নির্মূল করা হয়।

সন্ত্রাসীরা এখন টাইগ্রিস নদীর ওপর থাকা বাকি দু'টি ব্রিজ দখল করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। ইরাকি পুলিশ সূত্রগুলো জানিয়েছে, মুসলের বড় মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়া বাহিনী এখন সেদিকে এগিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫