সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
মধ্যপ্রাচ্যের দারিদ্রপীড়িত দেশ ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার অনুষ্ঠিত এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন এবং তারা ইয়েমেনে অব্যাহত সৌদি বিমান হামলার তীব্র নিন্দা জানান।
সম্প্রতি ইয়েমেনে সৌদি আগ্রাসন তৃতীয় বর্ষে পা দিয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ এ আগ্রাসন শুরু করেছিল।
সানায় এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ইয়েমেনের জনগণ যেকোনো আগ্রাসী দেশকে রুখে দিতে প্রস্তুত রয়েছে; সে দেশ আকারে যত বড় ও শক্তিশালী হোক না কেন। ইয়েমেনের জনগণ একমাত্র মহান আল্লাহর ওপর নির্ভর করে সামনের দিকে এগিয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।
আরেকজন বিক্ষোভকারী বলেন, সৌদি আগ্রাসন রুখে দেয়ার ক্ষেত্রে ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পাশে রয়েছে এদেশের জনগণ।
ইয়েমেনের সৌদি-পন্থি সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য রিয়াদ ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত শত শত নারী ও শিশুসহ অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছে।
এদিকে মানসুর হাদি পদত্যাগ করার পর গত দুই বছর ধরে দেশটি পরিচালনা করছে হুথি আনসারুল্লাহ সংগঠন। সৌদি আগ্রাসনের মোকাবিলায় ইয়েমেনের সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সংগঠনটি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭